Monday, February 17, 2014

আইফোন নিয়ে আমার নিজের করা সকল পোস্টের লিঙ্কসহ তালিকা একসাথে দেখে নিন।

পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।

আইফোন নিয়ে সমস্যার অন্ত নেই। তাই সমস্যা যেখানে সমাধান সেখানে। আপনাদের কথা বিবেচনা করে আইফোন নিয়ে সকল পোস্ট যা আমি আপনাদের উদ্দেশ্যে করেছি, তা একসাথে পেতে আমার এই পোস্ট। যদি কারো কোন উপকারে আসে তাহলেই আমার এই পোস্ট করা সার্থক হবে। কথা না বাড়িয়ে দেখে নিন কি কি আছে এই পোস্টে।
যদি কোন ভুল বা অসঙ্গতি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।

আইফোন থাকলে যা যা জানা দরকারঃ

যেভাবে জেইলব্রেক করবেন আইফোনের বিভিন্ন ভার্সনঃ

iOS7.0+ জেইলব্রেক সংক্রান্ত পোস্টঃ

আইফোন আপডেট বা রিস্টোর সংক্রান্ত সকল পোস্টঃ
আইফোন আপডেট বা রিস্টোর দেয়ার আগে অবশ্যই জেনে নিন।

iTools এবং কম্পিউটার সংক্রান্ত আইফোন পোস্টঃ

App Store বা অ্যাপেল আইডি সংক্রান্ত সকল পোস্টঃ

আইফোনের সেটিং সংক্রান্ত সকল পোস্টঃ

যাদের জেইলব্রেক আছে তারা নিচের পোস্টগুলো দেখুনঃ

iPhone 3GS ব্যাবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ পোস্ট লিঙ্কসহঃ
iPhone 3GS এর (6.1.3,New BR,05.1x.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
iPhone 3GS এর (6.1.3,New BR,06.15.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
iPhone 3GS এর (Old BR,6.1.3, ফ্যাক্টরি আনলক) কে জেইলব্রেক করবেন যেভাবে
iPhone 3GS এর (6.1.3,Old BR,05.xx.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
iPhone 3GS এর (6.1.3,Old BR,06.15.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
যেকোনো iPhone 3GS এ 06.15.00 থাকার পর ফ্যাক্টরি আনলক করলে যা করবেন

iOS3,4,5,6,7 সফটওয়্যার ভার্সনের জন্য সকল দরকারী জেইলব্রেক অ্যাপসগুলো জেনে নিন।

পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম।


বেশি বেশি টুইক না ইন্সটল করাই ভাল। তো দেখে নিন কোনটা কার আসলেই লাগবে। Cydia নিয়ে যদি কোন সমস্যা হয় তাহলে এখানে ক্লিক করে সমাধান পেতে পারেন। এখান থেকে লাল কালারের গুলো ইন্সটল করে নিন। বাকিগুলো শুধু দরকার থাকলে তবেই ইন্সটল করুন।

* Accentify (iOS6): এটা দিয়ে সেটিং জাতীয় ব্যাকগ্রাউন্ডকে ৮ ধরনের কালার থেকে সিলেক্ট করে ব্যাবহার করা যায়। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* Activator (iOS3,4,5,6,7): সকল বাটনের ব্যবহার কমাতে এবং সেই সাথে বিভিন্ন অ্যাপসকে মনের মত অপশন থেকে ওপেন করার জন্য। এটার জন্য rpetri.ch/repo রেপো অ্যাড করে নিতে হবে। যদি এই রেপো ছাড়া অন্য রেপো থেকে ইন্সটল করেন তাহলে এটা ঠিকমত কাজ নাও করতে পারে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
* AdBlocker (iOS3,4,5,6,7): Safari Browser & অন্যান্য অ্যাপসের অ্যাড ব্লক করার জন্য। তবে সব অ্যাপসের অ্যাড ব্লক নাও হতে পারে। এটা $2.19 এটা ফ্রী পেতে হলে repo.biteyourapple.net রেপো অ্যাড করে নিতে হবে।
* AirBlue Sharing 1.3.67 (iOS4.2,5,6,7): এটা দিয়ে নকিয়া, স্যামসাঙ বা যেসকল ফোনে ব্লুটুথ দিয়ে ফাইল শেয়ার হয় সেসকল ফোনে ব্লুটুথ দিয়ে ফাইল পাঠানো এবং আনা দুটোই করা যায়। এই সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
AppCake (iOS4.3,5,6,7): প্রায় সকল পে অ্যাপস ফ্রী ইন্সটল করার জন্য। এটা যেকোনো রেপো থেকেই ইন্সটল করতে পারেন, তবে 3.96 ভার্সন ইন্সটল করতে হবে। এটা ঠিকভাবে কাজ করার জন্য আপনার ভার্সন অনুযায়ী অবশ্যই AppSync for iOS4/5/6/7 ইন্সটল থাকতে হবে। এছাড়া Vshare, Zeusmos, iPASTORE, Appaddict এগুলোও এই অ্যাপসের মত কাজ করে যার সবগুলো repo.insanelyi.com রেপো থেকে ইন্সটল করতে পারবেন।
Appsync for iOS (iOS4,5,6,7): সকল Cracked অ্যাপস ইন্সটল করার জন্য। আপনার আইফোনের ভার্সন অনুযায়ী যেকোনো রেপো থেকে এটা ইন্সটল করে নিতে পারেন। যেমন আপনার যদি iOS7 থাকে তাহলে Appsync for iOS7+ ইন্সটল করতে হবে। এভাবে যে ভার্সন থাকবে তা ইন্সটল করতে হবে।
* AquaBoard – Liquid Springboard (iOS5,6,7): আইফোনের হোম স্ক্রীনে Water Effects আনার জন্য। এটা ইন্সটল করার পর আমার ফোনে কিছুটা সমস্যা হয়েছে, যদি আপনাদেরও সমস্যা হয় তাহলে রিমুভ করে ফেলুন। যার দাম $2.99 এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
Audio Recorder 0.2-247 (iOS6,7): iPhone 4S বা তার পরের মডেলে কল রেকর্ড করার জন্য। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
* Barrel (iOS3,4,5,6,7): হোমস্ক্রীন স্লাইডে বৈচিত্র আনতে চমৎকার একটি টুইক। যদি এটা ঠিকমত কাজ না করে তাহলে রিমুভ করে ফেলুন। BigBoss or ModMyi রেপো না থাকলে এটা ইন্সটল করার পর ঠিকমত কাজ করবে নাকারণ এটার সাথে libhide, cydia substrate, preferenceloader, gsc.armv7 এগুলোও ইন্সটল হবে। যার দাম $2.99 এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* biteSMS 8.0.12 (iOS4.1,5,6,7): Message অ্যাপসে আরও অনেক অনেক অপশন অ্যাড করতে চাইলে অবশ্যই ইন্সটল করে নিন। যা repo.insanelyi.com রেপো অ্যাড করে ফ্রী পাবেন License সহ।
* Bridge 1.1.4 (iOS5,6,7): যেকোনো অ্যাপস থেকে গান, ভিডিও ডাউনলোড করে এই অ্যাপসে এনে তা সরাসরি আইফোনের মিউজিক, রিংটোন, ভিডিও অ্যাপসে নেয়া যায়। যা repo.insanelyi.com রেপো অ্যাড করে ফ্রী ইন্সটল করতে পারবেন।
* Browser Changer (iOS3,4,5,6,7): এটা ইন্সটল করার পর সেটিং থেকে আপনি আপনার পছন্দমত ওয়েব ব্রাউজার সিলেক্ট করতে পারবেন, যা সকল আইফোনে সাফারি দিয়ে Default ভাবে ওপেন হয়। তবে আগে থেকেই App Store থেকে অন্য ব্রাউজার ইন্সটল থাকতে হবে। যা BigBoss থেকে ফ্রী পাওয়া যাচ্ছে।
* BytaFont 2 (iOS7): যা দিয়ে সকল জায়গার ইংলিশ ফন্ট বদলানো যায়। যা ModMyi রেপো থেকে ফ্রী। এই অ্যাপসের জন্য যে যে ফন্ট আছে তা দেখতে Cydia > Sections > Fonts (BytaFont 2) থেকে দেখতে পারবেন। আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
* BytaFont (iOS4.2.1,5,6): যা দিয়ে সকল জায়গার ইংলিশ ফন্ট বদলানো যায়। যা ModMyi রেপো থেকে ফ্রী। এই অ্যাপসের জন্য যে যে ফন্ট আছে তা দেখতে Cydia > Sections > Fonts থেকে দেখতে পারবেন।
* CameraTweak (iOS5,6): ক্যামেরাতে অতিরিক্ত অপশনযুক্ত করতে চাইলে এটা ইন্সটল করে নিতে পারেন। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* CCQuick Pro (iOS7): Control Center থেকে প্রায় সকল সার্ভিস অন/অফ করার জন্য। আইফোনের পাওয়ার অফ, আইফোন রিস্টার্ট, কিল ব্যাকগ্রাউন্ড অ্যাপসসহ আরও অনেক কিছু অ্যাক্সেস করা যায়। যার দাম $2.99 এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে। বিস্তারিত জানতে জানতে এখানে ক্লিক করুন।
* Chrome Downloader Plus (iOS6,7): এটা দিয়ে সকল ওয়েবসাইট থেকে এমনকি ইউটিউব ভিডিও পর্যন্ত ডাউনলোড করা যাবে যাদের অ্যাপ স্টোর থেকে Chrome ব্রাউজার ইন্সটল করা আছে। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* ClearFolders (iOS7): ফোল্ডারের পিছনের আবছা ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার জন্য। যা ModMyi রেপো থেকে ফ্রী ইন্সটল করা যায়।
* Color Keyboard (iOS4,5,6): Keyboard কে বিভিন্ন কালারের করার জন্য কাজ করে। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* Cyntact 1.4.2-1 (iOS4,5): ফোন নাম্বারের সাথে সেই লোকের ছবিসহ দেখতে চাইলে এটা ইন্সটল করে নিতে পারেন। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* iCleaner Pro (iOS3,4,5,6,7): এটা দিয়ে সকল অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করা যায়। যা আইফোনকে ফাস্ট করে। সকল অকেজো ফাইল ডিলিট করার জন্য এটা খুবই দরকারী। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* f.lux (iOS4,5,6,7): বেশি বেশি আইফোন চালাতে গিয়ে যাদের চোখের সমস্যা হবার ভয় আছে তারা এটা ইন্সটল করে নিতে পারেন। যা ফ্রী।
* iAPFree 4.0.1-2 (iOS5,6,7): এটা দিয়ে প্রায় সকল অ্যাপসের In App Purchase ফ্রীতে পাওয়া যায়। যদি কোন অ্যাপসে কাজ না করে তাহলে সেটা কোন ভাবেই ফ্রী পাওয়া যাবে না। যা পেতে repo.hackyouriphone.org রেপো অ্যাড করে নিতে হবে। তাছাড়া www.sinfuliphonerepo.com রেপো অ্যাড করে এর 4.0.1 ইন্সটল করতে পারবেন।
* iDeletePhotos (iOS6,7): পিসি থেকে Sync করা ছবি সেভ বা ডিলিট করার জন্য। যা BigBoss রেপো থেকে ফ্রী ইন্সটল করা যায়।
* iFile 2.0.1-1 (iOS3,4,5,6,7): আইফোনের ফাইল ম্যানেজার। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে। যার সাথে file-cmds, zip, unzip, p7zip, bzip2, unrar, diskdev-cmds ইন্সটল হবে। Default রেপো না থাকলে এটা ঠিকমত ইন্সটল নাও হতে পারে। এটা ইন্সটল করার পর এর মধ্য থেকে না জেনে কোন কিছু ডিলিট করবেন না।
* iKeywi (iOS5,6,7): নাম্বারসহ ৫ লাইনের Keyboard এর জন্য। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* JellyLock7 (iOS7): এটা দিয়ে আপনার আইফোনের লক স্ক্রীনে যেকোনো ৫টা অ্যাপস সরাসরি অ্যাক্সেস করতে পারবেন। যা BigBoss রেপো থেকে ফ্রী।
* KuaiDail for iOS7: 10000 পর্যন্ত কল লগ হিস্ট্রি সেভ করে রাখার জন্য। cydia.myrepospace.com/qq18013602/ রেপো অ্যাড করে এটা ফ্রী ইন্সটল করতে পারবেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
* LocalIAPStore 1.4-1 (iOS5.1.1,6,7): এটা দিয়ে ৭৫% অ্যাপসের ভিতর যে In App Purchase করতে হয় তা ফ্রীতে করা যায়। যা অনেকটা iAPFree এর মত। তবে এটার সিস্টেম একটু ভিন্ন। যখনি কোন কিছু Purchase করতে চাইবেন তখন আপনার অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিতে বলবে, কিন্তু আপনি শুধু Cancel এ চাপ দিয়ে বের হয়ে যাবেন, ভুলেও অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিবেন না। তারপর দেখবেন সেটা Purchase হয়ে গেছে। যদি না হয় তাহলে বুঝবেন সেই অ্যাপসে এই টুইক বা কোন কিছু দিয়েই ফ্রী পাওয়া যাবে না।
* Lock Screen Tool (iOS7): Slide to Unlock লেখার পরিবর্তে আপনি আপনার ইচ্ছামত কিছু লিখার জন্য। যা BigBoss রেপো থেকে ফ্রী ইন্সটল করা যায়। Springtomize 3 দিয়েও এটা করা যায়।
* Lockdown Pro iOS 7 (iOS7): অ্যাপস লক বা হাইড করার জন্য। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* Lockdown Pro (iOS3,4,5,6): অ্যাপস লক বা হাইড করার জন্য। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* LivelyIcons (iOS6,7): অ্যাপস Open করার সময় অ্যাপস আইকনে বিভিন্ন Effects পাবার জন্য। যার দাম $1.99 এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* MewSeek (iOS4,5,6,7): এটা দিয়ে সব ধরনের মিউজিক সার্চ করে ডাউনলোড করা যাবে। ডাউনলোড করা মিউজিক Add to iPod এ ক্লিক করে সরাসরি আইফোনের মিউজিক ফোল্ডারে নেয়া যাবে। তবে একটা সমস্যা সার্চ করার পর বারবার অ্যাড আসবে তাতে সবসময় Cancel চাপলেই হবে। এটার দাম $9.99, তাই এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে। এই সম্পর্কে আমার নিজের করা ভিডিওটি দেখে নিতে পারেন। এটার থেকে Bridge অনেক ভাল।
* MxTube (iOS3,4,5,6,7): ইউটিউবের ভিডিও বিভিন্ন Quality তে সেভ করে পরে ইন্টারনেট ছাড়া দেখার জন্য। যা BigBoss থেকে ফ্রী। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
* NoSlowAnimations (iOS7): আইফোনের সব Animation অপশন ফাস্ট করার জন্য। যা শুধু iOS7 এর জন্য। যা BigBoss রেপো থেকে ফ্রী ইন্সটল করা যায়।
* PasswordPilotModoki (iOS7): App Store এ বারবার Password না লিখেই অ্যাপস ইন্সটল করা যাবে। শুধু সেটিং এ গিয়ে একবার পাসওয়ার্ড দিয়ে নিলেই হবে। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* PasswordPilot Pro (iOS4,5,6): App Store এ বারবার Password না লিখেই অ্যাপস ইন্সটল করা যাবে। শুধু সেটিং এ গিয়ে একবার পাসওয়ার্ড দিয়ে নিলেই হবে। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* PdaNet 7.03 (iOS4,5,6,7): আইফোনের ইন্টারনেট অন্য ডিভাইসে শেয়ার করার জন্য TetherMe এর মত এটা একটা খুবই ভাল টুইক। যা ModMyi থেকে এখন ফ্রী ইন্সটল করা যাচ্ছে। যেকোনো সময় পে টুইক হয়ে যাবার আগেই ইন্সটল করে নিন। যদি সিরিয়াল নাম্বার চায় তাহলে pdanet1@pdanet1.com ও
pdanetappl-cc1e-cce6-c6­e5-f33c-8e6e দিয়ে ফুল ভার্সন করে নিতে পারবেন। আর যদি নিচে Full Version লেখা থাকে তাহলে দরকার নেই।
* ProTube 1.9.5 (iOS4,5,6,7): এটা দিয়ে সকল ইউটিউব ভিডিও বিভিন্ন Quality অথবা MP3/M4A ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। আর সাথে Bridge ইন্সটল থাকলে তা সরাসরি Music, Video এবং রিংটোন হিসেবে ব্যাবহার করতে পারবেন। যা repo.insanelyi.com থেকে ফ্রী পাওয়া যাচ্ছে।
* Respring (iOS5,6,7): এই আইকনে ক্লিক করে আইফোনের Springboard রিস্টার্ট করার জন্য। এর 6.0.1 ভার্সন BigBoss রেপো থেকে ফ্রী।
* SBRotator7 (iOS4,5,6,7): আপনার হোম Screen সহ সব পেজ, সেটিং Rotate করার জন্য। যার দাম $2.99 এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* SIManager 2.8 (iOS4,5,6): এটা দিয়ে আইফোনের ফোন নাম্বার সিমে কপি করা যায়। এটা ফ্রী।
* Springtomize 3 (iOS7): এই অ্যাপস দিয়ে অনেক টুইকের কাজ একসাথে করা যায়। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
* Springtomize 2 (iOS5,6): এই অ্যাপস দিয়ে অনেক টুইকের কাজ একসাথে করা যায়। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* StatusBarFix2 (iOS7): সবসময় স্ট্যাটাস বার অন থাকা বা কালো হয়ে থাকা বন্ধ করার জন্য। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* TetherMe 3.0.3 (iOS3,4,5,6,7): WiFi Hotspot বানিয়ে অন্য ডিভাইসে ইন্টারনেট ব্যাবহার করার জন্য। এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* YouTube no Ads/HQ3G (iOS5,6,7): ইউটিউব ভিডিও দেখার আগে বিভিন্ন অ্যাড দেখাবে না। যা BigBoss রেপো থেকে ফ্রী ইন্সটল করা যায়।
* Videopane (iOS5,6,7): Video দেখার পাশাপাশি অন্যান্য কাজ করার জন্য। এডভান্স ইউজারদের জন্য। যার দাম $1.99 এটা ফ্রী পেতে চাইলে repo.insanelyi.com রেপো অ্যাড করে নিতে হবে।
* Winterboard (iOS2,3,4,5,6,7): আইফোনের বিভিন্ন থিম ইন্সটল করে এটা দিয়ে নিয়ন্ত্রন করতে হয়। যা ফ্রী, তবে ভাল জানাশুনা না থাকলে এটা ফোনের জন্য সমস্যার কারণ হতে পারে।
* Zeppelin (iOS4,5,6,7): Operator এর নামের বদলে বিভিন্ন লোগো ব্যাবহার করার জন্য। যা ফ্রী ModMyi রেপো থেকে। এখন Bangladesh Flag Zeppelin ও পাওয়া যায়। Cydia তে আরও যে যে Zeppelin লোগো আছে তা দেখতে Cydia > Sections > Addons (Zeppelin) এ গিয়ে সবগুলো একসাথে পাবেন।

Cydia তে রেপো অ্যাড করবেন যেভাবেঃ প্রথমে Cydia অ্যাপস ওপেন করে Manage তারপর Sources তারপর উপরে ডানে Edit তারপর Add এ টাচ করলে আগে থেকেই http:// থাকবে এবং আরও লেখার জন্য যে বক্স আসবে তাতে বিভিন্ন Repo এড্রেস লিখে যেমনঃ repo.insanelyi.com তারপর Add Source এ টাচ করে Add Anyway এ দিয়ে আপডেট হবার পর Retun To Cydia তে টাচ করলেই হয়ে গেল। অনেক সময় রেপো অ্যাড করলে Changes এ ১ উঠে থাকে। তা দূর করতে তখন Cydia > Changes > Upgrade > Install > Confirm করে আপডেট করে নিলেই হবে। যদি তারপরও না যায় তাহলে সেটা অফ করা যাবে না। তার কারণ এটা অফিসিয়াল রেপো না তাই।

Cydia থেকে ইন্সটল করা কোন অ্যাপস/টুইক ডিলিট বা রিমুভ করবেন যেভাবেঃ প্রথমে Cydia ওপেন করে Manage তারপর Packages তারপর যে অ্যাপস/টুইক টি ডিলিট করবেন সেটা টাচ করুন। এবার উপরে ডানদিকে Modify এ ক্লিক করুন। এখন Remove এ দিয়ে Confirm এ ক্লিক করুন। Package এ যা যা আছে শুধু এই কয়টাই আপনার আইফোনে ইন্সটল আছে। তবে না জেনে কোন অ্যাপস ডিলিট করবেন না। এখানে অনেক গুলো ছোট ছোট টুইক আছে যেটা অন্য অ্যাপস/টুইক চালানোর জন্য ব্যাবহার হয়। অনেক সময় দেখা যায় একটা ডিলিট করতে গেলে আরও কয়েকটা আপনাআপনি ডিলিট হয়ে যাচ্ছে। এতে ভয়ের কিছু নেই। কারণ ঐ অ্যাপস গুলো যেটা ডিলিট করা হচ্ছে তার জন্য ব্যাবহার হত। এখন Restart Springboard এ চাপুন। আর তা না আসলে ফোন অফ করে অন করুন।



আরও শত শত টুইক আছে কিন্তু আমার কাছে এই কয়েকটা দরকারী মনে হয়েছে।