Monday, February 17, 2014

আইফোন নিয়ে আমার নিজের করা সকল পোস্টের লিঙ্কসহ তালিকা একসাথে দেখে নিন।

পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।

আইফোন নিয়ে সমস্যার অন্ত নেই। তাই সমস্যা যেখানে সমাধান সেখানে। আপনাদের কথা বিবেচনা করে আইফোন নিয়ে সকল পোস্ট যা আমি আপনাদের উদ্দেশ্যে করেছি, তা একসাথে পেতে আমার এই পোস্ট। যদি কারো কোন উপকারে আসে তাহলেই আমার এই পোস্ট করা সার্থক হবে। কথা না বাড়িয়ে দেখে নিন কি কি আছে এই পোস্টে।
যদি কোন ভুল বা অসঙ্গতি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।

আইফোন থাকলে যা যা জানা দরকারঃ

যেভাবে জেইলব্রেক করবেন আইফোনের বিভিন্ন ভার্সনঃ

iOS7.0+ জেইলব্রেক সংক্রান্ত পোস্টঃ

আইফোন আপডেট বা রিস্টোর সংক্রান্ত সকল পোস্টঃ
আইফোন আপডেট বা রিস্টোর দেয়ার আগে অবশ্যই জেনে নিন।

iTools এবং কম্পিউটার সংক্রান্ত আইফোন পোস্টঃ

App Store বা অ্যাপেল আইডি সংক্রান্ত সকল পোস্টঃ

আইফোনের সেটিং সংক্রান্ত সকল পোস্টঃ

যাদের জেইলব্রেক আছে তারা নিচের পোস্টগুলো দেখুনঃ

iPhone 3GS ব্যাবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ পোস্ট লিঙ্কসহঃ
iPhone 3GS এর (6.1.3,New BR,05.1x.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
iPhone 3GS এর (6.1.3,New BR,06.15.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
iPhone 3GS এর (Old BR,6.1.3, ফ্যাক্টরি আনলক) কে জেইলব্রেক করবেন যেভাবে
iPhone 3GS এর (6.1.3,Old BR,05.xx.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
iPhone 3GS এর (6.1.3,Old BR,06.15.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
যেকোনো iPhone 3GS এ 06.15.00 থাকার পর ফ্যাক্টরি আনলক করলে যা করবেন

8 comments:

  1. Sob somoy achi , sobsomoy thakbo . Kotha dilam ...

    ReplyDelete
  2. ভাই আপনার মোবাইল নামবার টা কি দিবেন? দিলে আমার একটু উপকার হত৤

    ReplyDelete
  3. ভাইজান আমার আইফোন ৫ এ হঠাৎ করে ‍সাউন্ড আসছেনা। কোন গান শুনতে পারছিনা। ভিডিও দেখা যায় কিন্তু আওয়াজ আসছেনা।দয়া করে জানাবেন কি?? মুন্না- ০১৮১৭৭৪১৩৭৪

    ReplyDelete
  4. Very good Tips iphone.To know more iphone to go www.tunerstune.com
    http://www.tunerstune.com/%E0%A6%86%E0%A6%87%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8/%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E0%A7%AD/

    ReplyDelete
  5. Iphone এ পেইড এপ্স এবং গেম ফ্রী তে NO JAILBREAK [Youtube tutorial]
    http://www.techtunes.com.bd/ios-apps/tune-id/394286

    ReplyDelete
  6. Amar ta jailbreak korte parin onk onk try korteci

    ReplyDelete
  7. Amar mone hoy kew amrta korte parbena. Jodi apni kono way pan bolen iphone 6 ios 10.1.1.

    ReplyDelete